‘ B eing Hridmix' ফেসবুক গোষ্ঠীতে আমি সম্প্রতি গানের আড্ডাতে বসেছিলাম শুভ্রজিত এল রায়ের সঙ্গে। একগুচ্ছ আধুনিক ও লোকগান নিয়ে। আমার সঙ্গে গিটারে বসেছিল সতীর্থ বন্ধু কৌশিক দাশ। এটি ছিল অতিমারির দিনে আমার পঞ্চম লাইভ। কিন্তু সেদিন আন্তর্জাল সংযোগ খুব সমস্যাতে ফেলেছিল। মাঝে প্রায় মিনিট সাতেক বিচ্ছিন্ন ছিলাম। এর আগেও কথা কেটে কেটে আসছিল। পরে সমস্যাটি বেড়েছে বই কমে নি। তবু এগারোটা গানতো গেয়েই ফেললাম। আপনারা এখানে শুনতে পারেন গানগুলো। প্রথমে সরাসরি ফেসবুক লাইভ, পরে ইউট্যুবে। আপনি যে কোনো একটি বেছে নিন।
From miles away under the clouds