Skip to main content

Posts

Showing posts from March, 2017

They are known as best friends… :)

“A friend in need is a friend in deed”, we all heard this proverb, right? No friends, then no life. Friends are the stupid, sweet, intellectual, good people. They will be by your side always and never let you be alone. Friends can be defined as the person you know well and like. It doesn’t matter how much you know the person, it depends how much you are close to that person and you should love and care for that person, throughout your lifetime. That is friendship what actually means. But always remember one thing “fake friends are rumor, true friends are real”. Maybe you’ll understand something by this line.                 As I got a life, so I must have friends. I have so many friends, which are need to be counted. Some are crazy, some are serious, and some are dolt, some are studious. Out of this whole group of friends, only some friends that I have, whom I’m close with. They are my best friends. My best friends can understand me so well. My friends are the best of

কালিকা কাকুর স্মরণে

স ব কিছু যেন বড্ড তাড়াতাড়ি হয়ে গেল না? ঠিক বুঝতে পারছি না। সত্যি কি এই দুর্ঘটনা হল? না কি ওরা সবাই মিথ্যে বলছে? সত্যি বলছি বিশ্বাস হচ্ছে না... একদম না। সেই মানুষটা যে সবার মনের মানুষ হয়ে গেছে তাকে কি ভোলা যায়?  ছোটবেলা থেকে একটা সুর আমার কানে প্রায়ই বাজত, “ তানানা নারে নারে না, তানানা নারে নারে না...”   আমি গায়কের নাম জানতাম না। কিন্তু টিভিতে খুব দেখেছি তাঁকে। আস্তে আস্তে অনেক গান শুনতাম তাঁর। কিন্তু নামটা   জানিনি, জিজ্ঞেসও করিনি। ২০১৫ সনের কথা, আমি জী-বাংলার সা রে গা মা পা রিয়েলিটি শোটি টিভিতে দেখছিলাম। হঠাৎ করে বাবা বলল,“ঐ যে শিল্পীকে দেখছিস,সে আমার ছোটবেলার বন্ধু।আমার বছরখানিক জুনিয়র। আমি প্রথমে একদম বিশ্বাস করিনি,আর করবও কেন! এত্তো বড় বিখ্যাত গায়ক বাবার বন্ধু! তা তো হতে পারে না। যাই হোক, বিশ্বাস শেষ পর্যন্ত করে নিলাম। তবুও সন্দেহ অল্প ছিল, কারণ বাবা আমার সঙ্গে ঠাট্টাও করে কখনো কখনো। বাবার থেকে নামটি জানলাম---কালিকাপ্রসাদ ভট্টাচার্য। আমার ঠিক তারিখটি মনে পড়ছে না। কিন্তু এটা ২০১৫র সেপ্টেম্বরের কথা। মাকুম রেলওয়ে হাইস্কুলের পঞ্চাশ বছর উপলক্ষে কালিকাপ্রসাদ এবং তাঁর পুরো