Skip to main content

Posts

Showing posts from January, 2017

'I See The Light' The Way I've sang The Song

I guess it was 3rd January 2017, I went to my best friend's house, as it was winter vacations going on and was the first free day after the Little Magazine Conference. She is Sohini and she lives far away from Tinsukia in Makum. I was feeling boring first of all, then she got an idea of watching animated movies. She got a great collection of Walt Disney animated movies. I clicked on Tangled as i didn't watched it before. I don't know why this movie impacted me so much. By the time i came back home, my curiosity for this movie raised. I started searching its songs, its history, its facts and many more, even i subscribed some youtube channels of Disney.  I was really very crazy for this movie...., really very much.  I suggest you to watch this movie, its really very good, adventurous, comedy film. The curiosity brought me an urge of learning another new song. I learned the song sang by Mandy Moorne 'I see the light' and recorded it by 13th January. It is reall

আমার লেখা গীতি কবিতা - ধুলো

এ ই রাস্তায় চলছে গাড়ি আর শুধু গাড়ি,     যে দিকে তাকাই জানালা বন্ধ ধুলো ঢাকা ঘরবাড়ি আইসক্রীম খেতে চাইলে বাবা বলে সব ধুলো বালি আকাশ জুড়ে মেঘ করে যত গাড়ির ধুয়ো কালি। গল্পে শুনেছি এককালে ছিল পথের পাশে গাছে আম আমি তো দেখি যে পথে যাই সব রাস্তায় ট্রাফিক জ্যাম এই রাস্তায় চলছে গাড়ি আর শুধু গাড়ি...। ১১ থেকে ১৩ জুলাই,২০১৩ গুয়াহাটি মাছখোয়া আই টি এ ভবনে ব্যতিক্রম মাসডো আয়োজন করেছিল কর্মশালা 'গানের কারিগর' । পরিচালনায় হিলেন শিল্পী নচিকেতা। আমি তাতে যোগ দিয়েছিলাম। সেখানে  ধুলো,মানুষ , প্রাগজ্যোতিষপুর এমন কিছু শব্দ দিয়ে প্রথম দিনে সবাইকে একটা গান লিখে আনতে বলেছিলেন নচিকেতা। এই গান তখন লিখি। দ্বিতীয়দিনে নিজেও লিখে ফেললেন একটা। সবগুলো মিলিয়ে একটা গান দেখতে দেখতে গড়ে উঠল দ্বিতীয় দিনে। তারই শেষে তিনদিনের কর্মশালাতে প্রস্তুত গানটিতো সমস্ত প্রশীক্ষার্থীরা মিলে গাইল তৃতীয় দিনের অনুষ্ঠানে। গানটি ছিল এইঃ ইতিহাস দিয়ে যায় ডাক রাস্তা সুদূরে মেলাক সময়ের ধুলো ঝেড়ে আজ মানুষই পথেতে দাঁড়াক # গাক ভাবনাগুলো আজ বেসুরে সুর্যটা দিক না আলো পথ ঘুরে হোক জানা কত শত