তোমার ছোঁয়া কোমল কেয়া শেফালি কোমল হাসি ৷৷ California TV America presents ' MUSIC ADDA ' ৷৷ With Poushali ৷৷
‘California TV America' ফেসবুক গোষ্ঠীতে আমি সম্প্রতি গানের আড্ডাতে বসেছিলাম স্বামী শুভানন্দ পুরির সঙ্গে । একগুচ্ছ আধুনিক ও লোকগান নিয়ে। আমার সঙ্গে গিটারে বসেছিল সতীর্থ বন্ধু কৌশিক দাশ। এটি ছিল অতিমারির দিনে আমার সপ্তম লাইভ। আপনারা এখানে শুনতে পারেন গানগুলো। প্রথমে সরাসরি ফেসবুক লাইভ, পরে ইউট্যুবে। আপনি যে কোনো একটি বেছে নিন।