এই রাস্তায় চলছে গাড়ি আর শুধু গাড়ি,
যে দিকে তাকাই জানালা বন্ধ ধুলো ঢাকা ঘরবাড়ি
আইসক্রীম খেতে চাইলে বাবা বলে সব ধুলো বালি
আকাশ জুড়ে মেঘ করে যত গাড়ির ধুয়ো কালি।
গল্পে শুনেছি এককালে ছিল পথের পাশে গাছে আম
আমি তো দেখি যে পথে যাই সব রাস্তায় ট্রাফিক
জ্যাম
এই রাস্তায় চলছে গাড়ি আর
শুধু গাড়ি...।
১১ থেকে ১৩ জুলাই,২০১৩ গুয়াহাটি মাছখোয়া আই টি এ ভবনে ব্যতিক্রম মাসডো আয়োজন করেছিল কর্মশালা 'গানের কারিগর' । পরিচালনায় হিলেন শিল্পী নচিকেতা। আমি তাতে যোগ দিয়েছিলাম। সেখানে ধুলো,মানুষ , প্রাগজ্যোতিষপুর এমন কিছু শব্দ দিয়ে প্রথম দিনে সবাইকে একটা গান লিখে আনতে বলেছিলেন নচিকেতা। এই গান তখন লিখি। দ্বিতীয়দিনে নিজেও লিখে ফেললেন একটা। সবগুলো মিলিয়ে একটা গান দেখতে দেখতে গড়ে উঠল দ্বিতীয় দিনে। তারই শেষে তিনদিনের কর্মশালাতে প্রস্তুত গানটিতো সমস্ত প্রশীক্ষার্থীরা মিলে গাইল তৃতীয় দিনের অনুষ্ঠানে। গানটি ছিল এইঃ
রাস্তা সুদূরে মেলাক
সময়ের ধুলো ঝেড়ে আজ
মানুষই পথেতে দাঁড়াক
#
গাক ভাবনাগুলো আজ বেসুরে
সুর্যটা দিক না আলো পথ ঘুরে
হোক জানা কত শত অজানা
ঠিকানা প্রাগজ্যোতিষপুরে
#
ইতিহাসে দি যায় মাত
সুদূৰত মিলি যাওক বাট
সময়ৰ ধুলি আতৰাই
মানুহ পথতেই ৰওক
#
গোৱা ভাৱনাবোৰ আজি বেসুৰত
সুর্যইও নিতে আনে পোহৰক
হওক জনা সকলো অজানা
ঠিকনা প্রাগজ্যোতিষপুৰত
#
জীবন থামেনি সে যায় চলে,
এগিয়ে যাওয়ার সে কথা বলে
জীবন ভেজেনা চোখের জলে
আয়ুর রেখারাশি সম্বলে
দুটো চোখ স্মৃতিকেই পাক
আলো দিক জোনাকির ঝাঁক
সময়ের ধুলো ঝেড়ে আজ
মানুষই পথেতে দাঁড়াক
#
জীৱন নৰয় যায় আগুৱাই
আগুৱাই যোৱাৰেইএ কথা কয়
জীৱন নিতিতে চকুৰ পানীত
আয়ুৰ ৰেখা হাতৰ মুঠিত
দু’চকুত স্মৃতি ৰই য’ক
জোনাকীয়ে পোহৰ বিলাওক
সময়ৰ ধুলি আতৰাই
মানুহ পথতেই ৰওক
~~~০০০~~~
এখানে শুনুন সেই গান
Comments